দুর্নীতি মামলায় কারাগারে থাকা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি। বৃহস্পতিবার বেলা ১১টায় খাগড়াছড়ি সদরের কলাবাগান থেকে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করে শহরের দিকে যেতে চাইলে ভাঙ্গা ব্রীজ এলাকায় পুলিশ বাধা দেয়।
পরে সেখানে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বক্তারা, খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে তার সুচিকিৎসার ব্যবস্থা করতে সরকারের প্রতি অনুরোধ জানান।