খাগড়াছড়িতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

NewsDetails_01

খাগড়াছড়িতে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভায় অতিথিরা
“আসুন প্লাস্টিক দূষণ বন্ধ করি, প্লাস্টিক পুন:ব্যবহার করি, না পারলে বর্জন করি” স্লোগানে খাগড়াছড়িতে উদযাপিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। মঙ্গলবার সকালে খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসন, বন বিভাগ ও সমমনা বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম কাউছার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহউদ্দিন, বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন।
বক্তারা, পরিবেশ দূষণ প্রতিরোধে প্লাস্টিক ও পলিথিন ব্যবহারের বিকল্প হিসেবে পাটসহ পরিবেশ সহিষ্ণু উপকরণ উদ্ভাবন ও ব্যবহারে উদ্যোগী হতে সকলের প্রতি আহবান জানান।

আরও পড়ুন