খাগড়াছড়ি জেলা সদর-দীঘিনালা উপজেলা সড়কের ৪মাইল যৌথ খামার এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে খবর পেয়ে পুলিশ অজ্ঞাত পরিচয়ের লাশটি উদ্ধার করে।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের পাশে একটি লাশ পড়ে আছে খবর পেয়ে পুলিশ গিয়ে আনুমানিক ৩৫ বছর বয়সী এক বাঙালী যুবকের লাশ উদ্ধার করে। তার পরিচয় এখনও পাওয়া যায়নি। লাশ খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে রাখা হয়েছে।