রাঙামাটির নানিয়ারচরে দূর্বৃত্তের গুলিতে নিহত মাইক্রো চালক সজীব হোসেনের হত্যাকারীদের গ্রেপ্তার ও খাগড়াছড়ির মহালছড়ি থেকে অপহৃত তিন যুবককে উদ্ধারের দাবিতে খাগড়াছড়িতে রোববার সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বৃহত্তর পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ। শনিবার সকালে খাগড়াছড়ি সদরের শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশ করে।
সমাবেশ থেকে বক্তারা কাল রোববার খাগড়াছড়ি জেলায় সকাল সন্ধ্যা হরতাল পালনের ডাক দিয়ে রোববারের মধ্যে সজীব হোসেনের হত্যাকারীদের গ্রেপ্তার ও গত ১৬ এপ্রিল খাগড়াছড়ির মহালছড়ি থেকে অপহৃত তিন যুবককে প্রশাসন উদ্ধারে ব্যর্থ হলে সোমবার থেকে লাগাতার ৭২ ঘন্টা হরতালের আল্টিমেটাম দেয়।
এর আগে, মাইক্রো চালক সজীব হোসেনের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে খাগড়াছড়ি শহরে মৌন মিছিল ও মানববন্ধন করে রেন্ট এ কার চালক ও মালিকরা। মানববন্ধন কর্মসূচি থেকে আগামী সোমবার খাগড়াছড়ি জেলার সকল চালক কর্মবিরতি পালনের কর্মসূচি দেন।