খাগড়াছড়ি: শোক র্যালি, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪১তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।
সোমবার (১৫ আগস্ট) সকালে শহরের হাইস্কুল মাঠ থেকে শোক র্যালি বের হয়। এতে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের মানুষ অংশ নেন। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে সেখানে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর টাউন হলে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা, স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা,পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, পুলিশ সুপার মো. মজিদ আলী প্রমুখ।
এদিকে, বেলা ১১টায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শোক র্যালি ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।