খাগড়াছড়ি ২৯৮ আসনে ইউপিডিএফ প্রার্থী নতুন কুমার চাকমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলেন নির্বাচন কমিশন (ইসি)।
আজ (শনিবার) সকালে নির্বাচন কমিশনার কবিতা খানম ও মাহবুব তালুকদারের উপস্থিতিতে নতুন কুমার চাকমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
এ ঘোষণায় খাগড়াছড়ি সংসদীয় আসনে নির্বাচনে ফিরেছে প্রসীত খীসার নেতৃত্বাধীন আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
বিষয়টি নিশ্চিত করে ইউপিডিএফ এর সংগঠক মাইকেল চাকমা জানান, ‘এটি জনগণের প্রাথমিক বিজয়। আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে জেতার জন্য মাঠে নামবে ইউপিডিএফ।’
এর আগে ২রা ডিসেম্বর মনোনয়নপত্রে দাখিলকৃত ১ শতাংশ ভোটার তালিকা সংক্রান্ত জটিলতার কারণে ইউপিডিএফ‘র সমর্থিত প্রার্থী নতুন কুমার চাকমা মনোনয়নপত্র বাতিল করে জেলা রিটানিং কর্মকর্তা।