বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় ঘোষিত ৩ দফা দাবির সমর্থনে রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহন ট্রাক শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার(২মে) বেলা ১২টায় কাপ্তাই আপষ্ট্রিম জেটিঘাট সড়ক পরিবহন প্রধান কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রাঙামাটি জেলা সড়ক পরিবহন ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে এইসময় ৩ দফা দাবি মেনে নেবার জন্য সরকারের প্রতি অনুরোধ করা হয়।
দাবিগুলো হলো স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রীনিয়ে গণপরিবহন ও পণ্য পরিবহন চালু, সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান এবং টার্মিনালগুলোতে শ্রমিকদের জন্য দশ টাকা করে ওএমএস এর চাল বিক্রির ব্যবস্থা।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃইউসুফ,মালিক সমিতির সভাপতি মোঃ সেকান্দার হোসেন,সহ-সাধারন সম্পাদক আকতার হোসেন,কাঠ ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি লোকমান আহমেদ,শ্রমিক নেতা আয়ুব,জাহাঙ্গীর ও ফারুক হোসেন।