গুইমারায় পানিতে ডুবে প্রাণ গেল শিক্ষার্থীর

purabi burmese market

খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর শিক্ষার্থী মেহেরিন আক্তার বৈশাখী (৭)পানিতে ডুবে মারা গেছে।

জানা যায়, আজ ১৪ মে (শনিবার) স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা শেষে দুপুরে স্কুলের পাশের খালে হাত ধুতে গিয়ে পানিতে ডুবে যায় মেহেরিন আক্তার বৈশাখী। পরে পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে এসে বৈশাখীকে পানি থেকে তুলে বিজিবি হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

মৃত মেহেরিন আক্তার বৈশাখী হাফছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার জামাল উদ্দিনের একমাত্র মেয়ে। মেয়েকে হারিয়ে পুরো পরিবারে চলছে শোকের মাতম। মাহবুব নগরের জামাল মেম্বারের বাড়ীতে গেলে হৃদয় বিদারক আহাজারিতে সকলের চোখ ভিজে আসে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পানিতে ডুবে স্কুল ছাত্রী মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থল ছুটে যান গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ। পরে জামাল মেম্বারের বাড়ীতে গিয়ে পরিবারের সকলকে সান্ত্বনা দেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়া বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ শোক ও সমবেদনা জানিয়েছেন।

dhaka tribune ad2
আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।