কুরুকপাতা ইউনিয়ন থেকে বান্দরবানের আলীকদমের প্রধান সাপ্তাহিক বাজারে নিজের উৎপাদিত পণ্য বিক্রি করে,নিজের সংসারের প্রয়োজনীয় সাপ্তাহিক বাজার নিয়ে প্রিয়জনদের কাছে ফেরা হল না ৭৮ বয়সী পাইলে ম্রোর। টমটমের ধাক্কায় প্রাণ গেল পাইলে ম্রো।
আজ সোমবার (১৮ অক্টোবর) বিকাল ৩ টার দিকে এই দূর্ঘটনা ঘটে। নিহত পাইলে ম্রো (৭৮) ৪নং কুরুকপাতা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেননিক পাড়ার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান,আলীকদম বাজারের ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের সামনে দূর্ঘটনাটি ঘটে। টমটমটি এসে ধাক্কা দেয় দিলে মাটিতে পড়ে আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে মারা যান।
আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃনাদিম হায়দার জানান,বয়ষ্ক হওয়ায় ভয়ে হার্ট অ্যাটাক হতে পারে। গুরুতর আঘাতের চিহ্ন ছিল না।
তিনি আরও জানান,পায়ে হালকা চামড়া উঠে গেছে ও বুকে ব্যাথা পেয়েছে বললেও এমন কিছু দেখে মনে হয়নি। ধারণা করছি ভয়ে হার্ট অ্যাটাক করেছে।