চলে গেলেন রাঙামাটি জেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান ড.মানিক লাল দেওয়ান
ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ড.মানিক লাল দেওয়ান মারা গেছেন। আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে তিনি চট্টগ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।
মানিক লাল দেওয়ানের কন্যা ঝুমা দেওয়ান জানিয়েছেন, কিছুদিন আগে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন, পরে সুস্থ হন। কিন্তু গতকাল হঠাৎ অসুস্থ বোধ করার পর আজ সকালে আমরা তাকে চট্টগ্রাম নিয়ে আসি,সেখানেই বেলা সাড়ে এগারোটার দিকে তিন শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
চিকিৎসকরা জানিয়েছেন, তিনি ব্রেনস্ট্রোক করেছেন। আগামীকাল শুক্রবার তার দাহক্রিয়া করা হবে বলেও জানিয়েছেন তিনি।
ড.মানিক লাল দেওয়ান বিএনপি সরকারের ২০০২-০৬ সাল মেয়াদে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সফল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে দীর্ঘবছর তিনি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন ছিলেন।