খাগড়াছড়ির বিশিষ্ট ঠিকাদার ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য লিটন দত্ত আর নেই। ইহকালের মায়া ত্যাগ করে তিনি সোমবার হঠাৎ স্ট্রোক করে পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর। মৃত্যুকালে তিনি এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার দাহক্রিয়া মঙ্গলবার সকালে খাগড়াছড়ির গঞ্জপাড়াস্থ মহা শ্বশ্মানে করা হয়।
লিটন দত্তের মৃত্যুতে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা এক মিনিট নীরবতা পালনসহ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলম, যুগ্ম সম্পাদক এস এম সফি,শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম দিদার,জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ,জেলা শ্রমিকলীগের আহবায়ক নুর নবীসহ জেলা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠন তার মৃত্যুতে শোক প্রকাশ করে তার আত্মার শান্তি কামনা করেন।
এ সময় তার পরিবারের প্রতি সমবেদনা জানান নেতৃবৃন্দরা। এছাড়াও লিটন দত্তের মৃত্যুতে বিশিষ্ট ঠিকাদার ও হোটেল মালিক অনন্ত ত্রিপুরা ও বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করে তার আত্মার শান্তি কামনা করেন।