চাষীর ঋণের টাকা আত্মসাত, গ্রেপ্তার বান্দরবানের অগ্রণী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক

আদা ও হলুদ চাষে বিভিন্ন চাষীদের নামে ব্যাংক থেকে ঋণের টাকা তুলে আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের বান্দরবান বাজার শাখার সাবেক ম্যানেজার নিবারন চন্দ্র তনচংগ্যাকে (৫৯) গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২১ জুলাই) বেলা সাড়ে দশটার দিকে নগরের জিইসি মোড়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর উপ-পরিচালক মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

NewsDetails_03

গ্রেপ্তারকৃত নিবারন চন্দ্র তনচংগ্যা রাঙামাটির কাপ্তাইয়ের বরইছড়ি এলাকার মৃত সুরেন্দ্র লাল তনচংগ্যার ছেলে।

দুদকের উপ-পরিচালক মাহবুবুুল আলম বলেন, আদা ও হলুদ চাষীদের কাছে ঋণ বিতরণের নামে অগ্রণী ব্যাংকের বান্দরবান বাজার শাখার সাবেক ম্যানেজার নিবারন চন্দ্র তনচংগ্যাসহ আরো কয়েকজন ২৮ লাখ ৯০ হাজার টাকা উত্তোলন করেন। উত্তোলিত টাকার মধ্যে চাষীদের ১ লাখ ২০ হাজার টাকা বিতরণ করে বাকি ২৭ লাখ ৭০ হাজার টাকা আত্মসাত করেন নিবারন চন্দ্র তনচংগ্যা। এ ঘটনা জানাজানি হওয়ার পর দুদক অনুসন্ধান করে অভিযোগের প্রাথমিক সত্যতা পায়।

এ ঘটনায় দুদকের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় নিবারন চন্দ্র তনচংগ্যাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান দুদক ডিডি মাহবুবুল আলম।

আরও পড়ুন