চৈক্ষ্যং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সজিব কামাল বহিষ্কার

NewsDetails_01

বান্দরবানের আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সজিব কামালকে সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়েছে ।

NewsDetails_03

উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করায় তাকে বহিষ্কার করা হয়েছে বলে আলীকদম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শুভ রঞ্জন বড়ুয়া ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের যৌথ স্বাক্ষরিত পত্রের মাধ্যমে জানানো হয়েছে ।

আলীকদম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বলেন, জেলা নেতৃবৃন্দের নির্দেশে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে । সংগঠন পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন