বান্দরবানে ছেলে ধরা গুজবে আতংক ছড়িয়ে পড়া ও বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটার কারনে ছেলে ধরা গুজবে কান না দেয়ার অনুরোধ জানালেন বান্দরবানের পুলিশ সুপার পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার।
আজ শনিবার রাতে তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেন
একটি জরুরী ঘোষনা : ছেলে ধরা গুজবে কান না দেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ছেলে ধরা সন্দেহে কাউকে গণপিটুনী বা গণধোলাই না দেয়ার জন্য বান্দরবান জেলার সর্বস্তরের জনগনের প্রতি অনুরোধ জানাচ্ছি। এধরনের কাজ ফৌজদারী অপরাধ, কারও প্রতি সন্দেহ হলে পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ জানাচ্ছি।
পুলিশ কন্ট্রোল রুম : (০১৭৬৯০৫৮২২৩)।
প্রসঙ্গত, বান্দরবান শহরের বালাঘাটা বাজারে গত শুক্রবার ছেলে ধরা সন্দেহে রোকেয়া আক্তার নামে এক রোহিঙ্গা নারীকে জনতা গনপিটুনি দেয় এবং আজ শনিবার শহরের হাফেজঘোনা এলাকায় একই কারনে আরো এক নারীকে সন্দেহবশত মারধর করে স্থানীয়রা। পরে পুলিশ তাদের উদ্ধার। এই দুই ঘটনায় বান্দরবান জেলা শহরে ছেলেধরা গুজব ছড়িয়ে পড়লে আতংকিত হন অনেক অভিবাবক।