জনসংহতি সমিতি এমএন লারমা’র কেন্দ্রীয় সভাপতি তাতিন্দ্র লাল চাকমা আর নেই

পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন ‘পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এম এন লারমা)’র কেন্দ্রীয় সভাপতি তাতিন্দ্র লাল চাকমা ওরফে মেজর পেলে আর নেই। ফুসফুসজনিত রোগে আক্রান্ত হয়ে আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

NewsDetails_03

পিসিজেএসএস (এমএন লারমা)’র কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা জানান, ফুসফুসজনিত রোগে আক্রান্ত হয়ে তাতিন্দ্র লাল চাকমা ওরফে মেজর পেলে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তাঁর মৃত্যুতে দলীয় নেতা-কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

১৯৯৭ সালের ২রা ডিসেম্বর স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তির আগ পর্যন্ত সন্তু লালমা’র নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সশস্ত্র শাখা ‘শান্তিবাহিনীর’ সহকারি ফিল্ড কমান্ডারের দায়িত্বে ছিলেন তাতিন্দ্র লাল চাকমা ওরফে মেজর পেলে। চুক্তির পর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাজনীতিতে বেশ গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

আরও পড়ুন