বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীগ সহ সভাপতি তসলিম ইকবাল চৌধুরীসহ ৩ জন জামিন পেয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৯আগস্ট) বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল চেয়ারম্যান তসলিমসহ মোট ৩জনের জামিন মঞ্জুর করেছেন। জামিনপ্রাপ্ত অন্যরা হলেন,পরিষদের সচিব ছৈয়দ আলম, ইউছুপ খান। জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র আইনজীবি এডভোকেট মুহাম্মদ আবুল কালাম।

এর আগে সকালে আইনজীবির মাধ্যমে আদালতে জামিনের আবেদন করা হয়। দীর্ঘ আধাঘন্টা শুনানী শেষে বিচারক আগামী ১১সেপ্টেম্বর পর্যন্ত আসামীদের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন। এদিকে জামিন পাওয়ার পর, চেয়ারম্যান তসলিমের পরিবার সংশ্লিষ্ট আইনজীবি, রাজনৈতিক নেতৃবর্গ, সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
উল্লেখ্য, বুধবার ২৮ আগস্ট একটি চুরির মামলায় বান্দরবান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তসলিমসহ ৩ আসামীর জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরন করেছিলেন।