জেনে নিন মাহা সাংগ্রাই এর বান্দরবানের কর্মসূচী

purabi burmese market

মাহা সাংগ্রাইং উৎসবে নৃত্যরত আদিবাসী তরুন তরুণীর (ফাইল ছবি)
বান্দরবান পার্বত্য জেলায় বর্ষবরণ উৎসব সাংগ্রাই উৎযাপনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আর এ উৎসবকে সামনে রেখে অনুষ্ঠানের বিভিন্ন কর্মসূচী জেনে নিতে পারি আমরা। কি থাকছে মাহা সাংগ্রাই এর অনুষ্ঠান সূচীতে, দেখে নিন একনজরে।

↔ ১৩ এপ্রিল সকাল ৮.৩০টায় সাংগ্রাই মঙ্গল শোভাযাত্রা, সকাল ১০.০০টায় বয়োজ্যেষ্ঠ পূজা।
↔ ১৪ এপ্রিল বিকেল ৩ টায় বুদ্ধ মুর্তি স্নান।
↔ ১৫ এপ্রিল বিকেল ৩টা মৈত্রী পানি বর্ষন।
↔ ১৬ এপ্রিল বিকেল ৩টা মৈত্রী পানি বর্ষন, ৩.১৫ টায় ঐতিহ্যবাহী খেলাধূলা আয়োজন, ৩.৩০টায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন।

সাংগ্রাই এর বর্ণাঢ্য র‌্যালী, পানি বর্ষণ, ক্রিড়া প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান বান্দরবানে রাজারমাঠে, বুদ্ধস্নান পূজা জেলা শহরের উজানীপাড়াস্থ সাঙ্গুনদীর তীরে,পিঠা তৈরী উৎসব শহরের বিভিন্ন পাড়ায় অনুষ্টিত হবে। বান্দরবান শহরের মাহা সাংগ্রাই এর বর্ণাঢ্য র‌্যালীতে এবং উৎসবের বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা প্রশাসক আসলাম হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

আরও পড়ুন
3 মন্তব্য
  1. Priyam Biswas বলেছেন

    Misbah Uddin

  2. Fatema Tugsh Rahat বলেছেন

    হুম।।।

  3. Al Mijan Chowdhury বলেছেন

    থাকতে পারবো না। খুব মিস্ করবো।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।