কাপ্তাইয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

NewsDetails_01

জাতীয় শোক দিবস উপলক্ষে সংস্কৃতি মন্ত্রনালয়ের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বাস্তবায়নে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় রাঙামাটি জেলা পর্যায়ে কাপ্তাই উপজেলা হতে তিন জন প্রতিযোগী সফলতা অর্জন করেন। তাদের মধ্যে দেশের গানে জেলা পর্যায়ে কাপ্তাই নৌ বাহিনী স্কুলের অদ্রিজা ধর দ্বিতীয়, একই বিদ্যালয়ের রানিসা সায়মা কবিতা আবৃত্তিতে প্রথম এবং শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্ষন সরকার বঙ্গবন্ধুকে নিয়ে নিবেদিত গানে দ্বিতীয় স্থান অর্জন করেন।

NewsDetails_03

মঙ্গলবার (২৪ আগস্ট) বেলা ১২ টায় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে জেলা পর্যায়ে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুনতাসির জাহান।

এইসময় কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাঈনুল হোসেন চৌধুরী, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত উপস্থিত ছিলেন।

আরও পড়ুন