খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌর এলাকার ঘনবসতিপূর্ণ এলাকা চৌধুরী পাড়া ৭নং ওয়ার্ড। ব্যস্ততম এ এলাকায় রাতের অন্ধকারে ঢাকনাবিহীন ড্রেন বিপজ্জনক হয়ে উঠেছে, প্রায় সময়ই ঘটছে দুর্ঘটনা। দীর্ঘদিন ধরে ড্রেনে পড়ে থাকা ময়লা-আবর্জনায় জন্ম নিচ্ছে মশা। ড্রেন অপরিচ্ছন্ন অবস্থায় রয়েছে বিধায় এর থেকেই রোগ-জীবাণু তৈরি হচ্ছে।
মাটিরাঙ্গার বলিটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাশ দিয়ে বয়ে চলা পৌরসভার ড্রেন পাশেই একটি খেলার মাঠ। নিত্যদিন কচিকাঁচা শিক্ষার্থীরা এই মাঠে খেলাধূলা করে। মাঠের শেষ প্রান্তে একটি ড্রেন রয়েছে যেখানে অধিকাংশ জায়গা জুড়ে উন্মুক্ত হবার দরুন মারাত্মক বিপদ এবং চরম ঝুঁকি নিয়ে শিক্ষার্থী এবং পথচারীদের চলাচল করতে হয়।
এদিকে ড্রেনের উপরে ডাকনা এবং ডাস্টবিন না থাকার দরুন অসচেতন জনসাধারণ অবাধে ময়লা আবর্জনা মশা-মাছিসহ পঁচা মরা কাক, ইঁদুর ফেলছেন। তাছাড়া চৌধুরী পাড়ায় ঘনবসতি হবার কারণে ড্রেনটি স্কুলের মাঠের সীমানা থেকে শুরু হয়ে চৌধুরী পাড়ায় বসবাসরত জনসাধারণের বাসার পাশ দিয়ে মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স অভ্যন্তর হয়ে ধলিয়া খালে গিয়ে পড়েছে। ড্রেনটি ডাকনা বিহীন হওয়ায় ওই এলাকার লোকজন ঝুঁকিতে বসবাস করছে। ফলে ময়লা, দুর্গন্ধে ও ডেঙ্গুগুসহ বিভিন্ন মশাবাহিত রোগের আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর।
এদিকে ড্রেনের ঢাকনা না থাকায় দিনে সাবধানতা অবলম্বন করলেও রাতের অন্ধকারে ঢাকনাবিহীন ড্রেনে অনেকেই দুর্ঘটনার শিকার হচ্ছেন। ড্রেনে পথচারী পড়ে যাবার অভিযোগও পাওয়া গেছে বহু। ওই সড়কে পথচারীসহ শিশু, স্কুলগামী শিক্ষার্থীরা হাঁটলে আতঙ্কে থাকে, কখন কে পড়ে যায় ড্রেনে। মানুষের চলাচলের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে ড্রেনটি।
ওই এলাকার বাসিন্দা মো: কায়সার সোহেল জানান, ড্রেনটি তার বাড়ির পাশ হয়ে ধলিয়া খালে মিলেছে এর উপরে ঢাকনা না থাকায় তাদের দুর্ভোগ আর ভোগান্তির শেষ নেই। আশেপাশের সকলেই বাড়ির সকল ময়লা আবর্জনা, টয়লেটের ময়লা, দুর্গন্ধযুক্ত পানি ড্রেনেই ফেলেন ফলে চরম স্বাস্থ্য ঝুঁকিতে বসবাস করছেন তারা। বিষয় টি ইতিপূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করছেন বলে তিনি জানান। শীঘ্রই ড্রেনের উপরিভাগে ডাকনা নির্মাণ করতে পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
এনামুল হক বলেন, স্কুলের সামনের এলাকার রাস্তায় ঢাকনাবিহীন ড্রেন শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূণ। স্কুল ছুটির পর তাড়াহুড়া করে শিক্ষার্থীরা বের হয়। অসাবধানতাবশত কোনো শিক্ষার্থী ড্রেন পড়ে গেলে বড় ধরণের ক্ষতি হতে পারে। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ড্রেনে দ্রুত ঢাকনা নির্মাণের দাবি জানান তিনি।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম বলেন, ঢাকনাহীন ড্রেন সত্যি ঝুঁকিপূর্ণ। বিষয় টি সরেজমিনে পরদির্শনপূর্বক জনগুরুত্বপূর্ণ বিবেচনায় দুর্ঘটনা এড়াতে ড্রেনের উপর ঢাকনা নির্মাণের উদ্যোগ নেয়া হবে বলে তিনি জানান।