থানচিতে আইনশৃংখলা কমিটির সভাবান্দরবানে থানচি উপজেলায় আইন শৃংঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনের জনসেবা কেন্দ্রে আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা সুদর্শণ সিকদার , থানচি থানার এস আই আকবর, ৩৩ বিজিবি থানচি ক্যাম্প কমান্ডার মোহাম্মদ নুরুল, সেনাবাহিনী ১৬ ইসিবি প্রতিনিধি মোহাম্মদ হাফিজ, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার এমরান হোসেন, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ,সদর ইউপি প্যানেল চেয়ারম্যান চাসিউ মার্মা,বলিপাড়া ইউপি চেয়ারম্যান জিয়াঅং মার্মা,তিন্দু ইউপি চেয়ারম্যান মং প্রু অং মার্মা। আরো উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন ক্রেডিট সুপারভাইজার সেলিম রেজা, কম্পিউটার অপারেটর রুপক কান্তি দাশ, মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের অফিস সহকারি এমরান হোসেন প্রমূখ ।
সভায় বাল্য বিবাহ রোধ এবং বিবাহ রেজিষ্টেশন বিষয়ে আলোচনা বিশেষ গুরুত্ব পায়, সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে থানচিতে একজন মুসলিম কাজি নিয়োগ ও অন্যান্য ধর্মাঅনুসারীদের জন্য পাড়া কেন্দ্রিক কারবারীকে দ্বায়িত্ব দেওয়া বিবাহ নিবন্ধন বিষয়ে সভায় সিন্ধান্ত গৃহীত হয়।