সকালে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র্যালি বের করা হয়। র্যালিটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে থেকে শুরু করে বাজারের গুরুত্বপূর্ণ স্থান গুলো প্রদক্ষিণ করে সূর্যের হাসি ক্লিনিক অফিসে এসে শেষ হয়, এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার তরুমা মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মেথোয়াই মারমা ওরফে সোমির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন FPI জগনাথ ত্রিপুরা ও ক্লিনিকের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।