দীঘিনালায় পারিবারিক দ্বন্দ্বে আহত যুবকের মৃত্যু

purabi burmese market

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মধ্য বেতছড়ি (গোরস্থান টিলা) এলাকায় পারিবারিক দ্বন্দ্বে আহত সোহরাব আলীর পুত্র মোঃ হারেছ আলী (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন।

আজ ৫ ডিসেম্বর (শনিবার) ভোরে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন তিনি৷

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মৃত ব্যক্তির বড়ভাই মোঃ হাসান বলেন, পারিবারিক কলহের জের ধরে গত ২৮ নভেম্বর আসামী মোঃ নাজমুল ইসলাম, সোনিয়া আক্রার ও রুজিনা আক্তার হারেছ মিয়ার উপর অতর্কিত হামলা চালায়৷ গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আজ ভোরে সে মৃত্যুবরন করে। আসামীরা আমার ভাগ্নী ও ভগ্নীজামাতা, আমি এ হত্যাকান্ডের বিচার চাই৷

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম চন্দ্র দেব জানান, অভিযোগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।