খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ১ নং মেরুং ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ১১টি গ্রামের দুস্থ ও হতদরিদ্রদের মাঝে শীতকালীন কম্বল বিতরণ করা হয়েছে।
আজ ২৩ ডিসেম্বর (বুধবার) সকালে উপজেলার ১ নং মেরুং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নয় মাইল, রথিচন্দ্র কার্বারী পাড়া, তপন কুমার কার্বারী পাড়া, সীমানা পাড়া সহ ১১ টি গ্রামের ৬৫ জন দুস্থ ও হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন ১ নং মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রহমান কবির রতন, প্যানেল চেয়ারম্যান ও ২ নং ওয়ার্ড সদস্য ঘনশ্যাম ত্রিপুরা মানিক, ১ নং ওয়ার্ড সদস্য ঘনেশ চন্দ্র ত্রিপুরা, উপজেলা যুবলীগের সদস্য ফয়জুর রহমান মনু প্রমূখ।
১ নং মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রহমান কবির রতন বলেন, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে শীতকালীন সামগ্রী ও কম্বল বিতরণ অব্যাহত থাকবে।