নাইক্ষ্যংছড়িতে চোলাই মদ সহ আটক ৪

NewsDetails_01

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারীতে পুলিশি অভিযানে ক্যাঙ্গরবিল এলাকা থেকে চল্লিশ লিটার চোলাই মদ উদ্ধার হয়েছে। এসময় ঘটনাস্থল হতে ৪ জনকে পুলিশ আটক করেছে। আটককৃতরা হলো, রেজাউল করিম ওরফে রাজাইয়া (৩০), মোঃ আমিন (২৪),মোঃ আবু বক্কার (২২), মোঃ রমিজ উদ্দীন (২০)। এই মাদক কারবারিরা উভয়ে কক্সবাজার জেলার ঈদগাঁ উপজেলার বাসিন্দা বলে পুলিশ জানান।

NewsDetails_03

গত রবিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ১০টা থেকে বাইশারী ইউনিয়নের ক্যাঙ্গারবিল এলাকা থেকে কক্সবাজার জেলার ঈদগাঁ উপজেলায় পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।

১১ অক্টোবর (সোমবার) সকালে বিষয়টি উদ্ধারকৃত বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন জানান, বাইশারী ইউনিয়নের ক্যাঙ্গারবিল এলাকা থেকে কক্সবাজার জেলার ঈদগাঁ উপজেলায় ৪০লিটার চোলাই মদ পাচারের সময় এই অভিযান চালানো হয়। তবে এই অভিযানের আটককৃতরা সকলেই চোলাই মদ বিক্রির সাথে জড়িত। থানায় সংশ্লিষ্ট মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। সোমবার সকাল ৮টায় আটককৃত আসামী ও উদ্ধারকৃত আলামতসহ আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন