বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। “আসুন দূর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’ এই শ্লোগানে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি নামের একটি সংগঠনের ব্যানারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর কয়েকশ ছাত্রছাত্রী এতে অংশগ্রহন করেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সরওয়ার কামাল। বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু আহাম্মদ, আওয়ামীলীগ সদস্য সচিব ইমরান মেম্বার।
প্রসঙ্গত,ওয়ান ইলেভেনে দেশে ক্ষমতার পট পরিবর্তন এর সময় গঠিত এই দূর্নীতি বিরোধী বেসরকারি কমিটি নিয়ে নানা অভিযোগ রয়েছে। তখন থেকে বগুড়া জেলার ব্যবসায়ী শাহ সিরাজুল ইসলাম সজল এই সংগঠনের সভাপতি হিসেবে উপজেলা কমিটিতে রয়েছেন।