বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে রেকর্ড গড়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক মো.শফিউল্লাহ। আজ সোমবার (১৮ মার্চ) সন্ধ্যায় মোট ২৫টি ভোটকেন্দ্রের সবকটি ফলাফল পাওয়ার পর রাত আটটায় বেসরকারিভাবে অধ্যাপক মো.শফিউল্লাহকে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষণা করা হয়।
ভোটগণনা শেষে নির্বাচনের সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু জাফর ছালেহ জানান, শফিউল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
অধ্যাপক মো.শফিউল্লাহর(নৌকা) প্রাপ্ত মোট ভোট ১২ হাজার ১৩০। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবু তাহের (মটর সাইকেল) পেয়েছেন ৮ হাজার ৬২১ ভোট।
উল্লেখ্য, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় মোট ভোটার ছিল ৩৭ হাজার ৪৯২, ভোটকেন্দ্র ছিল ২৫টি।