নাইক্ষ্যংছড়িতে ফের অপহরণ চক্রের সদস্য আটক

NewsDetails_01

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও রামু উপজেলার দূর্গদম পাহাড়ী জনপদে ডাকাতি, অপহরণ চক্রের সাথে জড়িত শফিউল আলম (২৮) নামের আরেক অপহরণকারী দলের সদস্যকে আটক করেছে বাইশারী পুলিশ। সে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এলাকার মোঃ ঈসমাইলের ছেলে। মঙ্গলবার ২৪ এপ্রিল ভোর রাতে রামু উপজেলার জোয়ারিয়ানালার নন্দাখালী এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ প্রসঙ্গে অভিযানে অংশ নেয়া বাইশারী তদন্ত কেন্দ্রের এসআই আবু মূসা জানান, বান্দরবান পুলিশ সুপারের নির্দেশে একদিন পূর্বে আটক নুরুল হাকিমের স্বীকারোক্তি মোতাবেক ও তথ্যপ্রযুক্তির সহযোগীতায় তাকে আটক করা হয়।
তিনি আরো বলেন, আটককৃত অসামী শফিউল আলমও গ্রেফতারের সাথে সাথে গত ১৯ এপ্রিল দৌছড়ি মামা-ভাগিনার ঝিরি এলাকার তামাক চাষী সাইফুলকে অপহরণের দায় স্বীকার করেছেন। এছাড়া বাইশারী ও ঈদগড় অঞ্চলে চিহ্নিত অপহরণকারীদের তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও পড়ুন