নাইক্ষ্যংছড়িতে ৪১ হাজার কীটনাশকযুক্ত মশারি বিতরণ

purabi burmese market

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৪১ হাজার কীটনাশকযুক্ত মশারি বিতরণ করা হয়েছে । জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির আওতায় ব্র্যাকের সহযোগিতায় এই মশারি বিতরণ করা হচ্ছে ।

রোববার (২৪ মে) সাড়ে ৯টায় সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ছুট্টু মেম্বারের বাড়ীতে এই বিতরণ উদ্বোধন করেন উপজেলা ব্র্যাক ম্যানেজার সুমন চৌধুরী।

বিতরণকালে সুমন চৌধুরী বলেন, ক্রমন্বয়ে করোনা সংক্রমণ বেড়ে যাওয়াতে সামাজিক দূরত্ব বজায় রেখে এ উপজেলার প্রত্যেকটি পাড়া-মহল্লার ঘরে ঘরে মশারি বিতরণ করা হচ্ছে ।

প্রতিটি উপজেলায় বাংলাদেশ সরকারের ম্যালেরিয়া নিমূল কর্মসূচির আওতায় স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে এবং ব্র্যাকের সহযোগিতায় প্রতিটি পরিবারকে প্রয়োজনীয় কীটনাশকযুক্ত মশারী বিতরণ করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে নাইক্ষ্যংছড়ি উপজেলা ব্র্যাক ম্যানেজার সুমন চৌধুরী, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি শামীম ইকবাল চৌধুরীসহ বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।