এতে ইউএনও ছাড়াও অন্যদের মধ্যে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও উপজেলা আ’লীগ সভাপতি মোহাম্মদ শফিউল্লাহ, সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব প্রধান উপদেষ্টা মাঈনুদ্দিন খালেদ, সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সহ সভাপতি আবদুল হামিদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী, দপ্তর সম্পাদক জয়নাল আবেদিন, ক্রীড়া ও পাঠাগার সম্পাদক আবদুর রশিদ, সহ ক্রীড়া ও পাঠাগার সম্পাদক মোহাম্মদ শাহীন, নির্বাহী সদস্য মুফিজুর রহমান, সদস্য মাহমুদুল হক বাহাদুর, মোহাম্মদ তৈয়ব উল্লাহ, মোহাম্মদ ইউনুছ ও এম আবু শাহমা।
ইউএনও নাইক্ষ্যংছড়ির সুষ্ট ও সুন্দর পরিবেশ বজায় রাখতে সবার সহায়তা কামনা করেন। পাশাপাশি লেখনিতে সত্য তোলে ধরার আহবান জানান। মতবিনিময় সভা শেষে প্রেসক্লাব নেতৃবৃন্দ ইউএনও সাদিয়া আফরিন কচিকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন।