নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সদর ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

purabi burmese market

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগ এর সদর ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে। উপজেলার অর্ন্তগত সদর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

দলটির সূত্রে জানা যায়,আজ বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো,শফি উল্লাহ ও সাধারণ সম্পাদক মো. ইমরান মেম্বারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান,নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগ গত ৩ সেপ্টেম্বর জরুরী সভার সিদ্ধান্ত মোতাবেক কমিটির মেয়াদ উর্ত্তীণ, সাংগঠনিক কার্যক্রম ঝিমিয়ে পড়া,২০১৭ সালের প্রদত্ত দলীয় সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম (নয় শত) বই এর অবশিষ্ট অংশ এবং উত্তোলিত চাঁদার টাকা ফেরত না দেয়ার অপরাধে সদর ইউনিয়ন আওয়ামীলীগ কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

সদর ইউনিয়ন আওয়ামী লীগ কমিটি বিলুপ্ত ঘোষণাটি উপজেলা আওয়ামী লীগের সিদ্ধান্তের কথা নিশ্চিত করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো,ইমরান মেম্বার বলেন, বিলুপ্ত ঘোষণা করা কমিটির জেলা শাখাকে কপি দিয়ে অবগত করা হচ্ছে।

তবে এই ব্যাপারে সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি তারেক রহমানের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।