নিখোঁজের চার দিন পরও সন্ধ্যান মেলেনি রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নের নারানগিরি গ্রামের হ্লাইসুইনু মারমার(১৫)। সে ঐ এলাকার ক্যসুইপ্রু মারমার মেয়ে।
নিখোঁজের বিষয়ে হ্লাইসুইনু মারমার পরিবারের সদস্যরা গত ১৭ সেপ্টেম্বর রাতে চন্দ্রঘোনা থানায় নিখোঁজের ডায়েরী করেন। চন্দ্রঘোনা থানা সাধারণ ডায়েরি নং-৫৭৮। চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইকবাল বাহার চৌধুরী বিষয়ের সত্যতা নিশ্চিত করেন।

নিঁখোজ মেয়ের পরিবারের সদস্যরা জানান, সে রাইখালী রিফিউজিপাড়া স্কুলে অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত। গত ১৫ সেপ্টেম্বর সকাল ৬ টায় প্রাইভেট পড়ার জন্য সে ঘর থেকে বের হয়ে সকাল ১০ টায় ঘরে ফেরার কথা থাকলে ১৮ সেপ্টেম্বর দুপুর ১ টা পর্যন্ত ঘরে ফিরে আসে নাই। আত্মীয় ও পরিচিত জনের বাড়ীতে খোঁজ খবর নিয়ে কোথায়ও তার সন্ধান না পাওয়ায় আমরা চন্দ্রঘোনা থানায় নিখোঁজ ডায়েরী করি।
ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, জিডি পাওয়ার পর আমরা মেয়েটাকে উদ্ধারে তৎপরতা শুরু করেছি।