রাজধানীর কুর্মিটোলায় বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ায় ঘটনাকে কেন্দ্র করে নিরাপদ সড়কের দাবিতে সারাদেশের ন্যায় বান্দরবানেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা বিক্ষোভ মিছিল করেছে। আজ সকাল ১১টায় বান্দরবানের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্ররা বান্দরবান প্রেস ক্লাবের সামনে এসে জমায়েত হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে বান্দরবানের বাজারসহ শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। এই সময় বান্দরবানে লাইসেন্স ও ফিটনেস বিহীন গাড়ি চলাচল বন্ধ রাখতে সরকারের কাছে দাবী জানাই শিক্ষার্থীরা। পরে বান্দরবান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইয়াছির আরাফাত শীগ্রই ফিটনেস বিহীন গাড়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন শিক্ষার্থীদের।
1 মন্তব্য
আমিও আছি। নিরাপত সড়ক চাই।