পর্যটকদের জন্য কাল থেকে দুয়ার খুলছে বান্দরবানের

দীর্ঘ ১ মাস বন্ধ থাকার পর আগামীকাল ৭ নভেম্বর থেকে বান্দরবানে পর্যটকদের জন্য ভ্রমন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

আজ বুধবার সকালে জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দীন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষনা দেন। এর ফলে বৃহস্পতিবার থেকে পর্যটকরা বান্দরবানের মেঘলা নীলাচল, শৈলপ্রপাত চিম্বুক, নীলগিরি প্রান্তিক লেকসহ লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার দর্শনীয় স্থান গুলো ভ্রমনে যেতে পারবেন।

NewsDetails_03

এসময জেলা প্রশাসক জানান, জেলার রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলা এখনো নিষেধাজ্ঞার আওতায় রয়েছে, সেসব উপজেলা স্পটগুলোতে ভ্রমন করতে পারবেনা পর্যটকরা। পর্যায়ক্রমে সেগুলোও পর্যটকদের ভ্রমনের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানান জেলাপ্রশাসক।

এর আগে গত ৮ অক্টোবর থেকে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি তিন পার্বত্য জেলা ভ্রমনে নিরুৎসাহিত করে প্রশাসন। এরপর থেকে বন্ধ হয়ে যায় বান্দরবানের সব পর্যটন কেন্দ্র। বাতিল হয়ে যায় হোটেল মোটেলের বুকিং। ফলে পর্যটন ব্যবসায়িরা লোকসান গুনতে থাকার কারনে তারা দ্রুত পর্যটন স্পট গুলোতে পর্যটক ভ্রমনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে।

উল্লেখ্য, ২২ সাল থেকে পাহাড়ী বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর তৎপরতার কারনে বান্দরবানের বিভিন্ন উপজেলায় দফায় দফায় ভ্রমন নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন। সবশেষ রুমা রোয়াংছড়ি ও থানচি উপজেলায় নিষেধাজ্ঞা থাকলেও ৪ উপজেলায় পর্যটক ভ্রমনের উন্মুক্ত ছিল। গত ৮ অক্টোবর থেকে নিরাপত্তার কারনে জেলার সব উপজেলায়ও ভ্রমন নিষেধাজ্ঞা আরোপ করা হয়।##

আরও পড়ুন