পানছড়িতে দু’সন্তানের জননীর আত্মহনন

খাগড়াছড়ি জেলার পানছড়িতে টিংকু হাজারী (৪০) নামের দু’সন্তানের জননী আত্মহত্যা করেছেন। গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে পানছড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তার স্বামীর নাম গোপাল হাজারী। সে পানছড়ি বাজারের একজন স্বর্ণ ব্যবসায়ী।
স্থানীয়রা জানায়,পারবিারিক ঝগড়ার জেরে রাগের মাথায় সে ধারালো কাচের টুকরা দিয়ে গলার ডানপার্শ্বে জোরে আঘাত করলে গুরুতর আহত অবস্থায় পানছড়ি স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পানছড়ি থানা অফিসার ইনচার্জ আ: জব্বারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে আসে। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে নিহতের বড় ভাই তপন বনিক পানছড়ি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতি: পুলিশ সুপার সৈয়দ মো: ফরহাদ।

আরও পড়ুন