পাহাড়ের উন্নয়নে সম্প্রীতি বজায় রাখতে হবে : খাগড়াছড়িতে ডিআইজি মো. শফিকুল ইসলাম

খাগড়াছড়ির রামগড়ে পুলিশ ক্যাম্পে নবনির্মিত ‘শহীদ শরীফ ব্যারাক’ উদ্বোধন করছেন ডিআইজি মো. শফিকুল ইসলাম
দুর্গম পাহাড়ে নানা প্রতিকুলতাকে মোকাবেলা করে পুলিশ সদস্যরা জনগনের কল্যাণে নিবেদিত আছে উল্লেখ করে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম-বিপিএম বলেছেন, পাহাড়ের উন্নয়নে সাম্প্রদায়িক-সম্প্রীতি বজায় রাখতে হবে। তবেই পাহাড়ের কাঙ্খিত উন্নয়ন বাস্তবায়িত হবে। সাম্প্রদায়িক-সম্প্রীতি বজায় থাকলে পাহাড়ে শিল্প-কারখানা গড়ে উঠবে। মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।

রোববার দুপুরের দিকে খাগড়াছড়ির রামগড়ের নাকাপা পুলিশ ক্যাম্পে নবনির্মিত ‘শহীদ শরীফ ব্যারাক’ উদ্বোধন কালে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আলী-বিপিএম। সহকারী পুলিশ সুপার (রামগড় সার্কেল) কাজী হুমায়ন রশিদ‘র সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইন উদ্দিন খান। মতবিনিময় সভায় পাতাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরা, সাবেক চেয়ারম্যান কাজী আলমগীর ও পুলিশিং কমিটির সম্পাদক মো. আব্দুল জলিল প্রমুখ বক্তব্য রাখেন।

নাকাপা পুলিশ ক্যাম্প স্থাপনে এলাকাবাসীর এ অসাধারণ অবদানের কথা স্মরণ করে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আলী বিপিএম (সেবা) বলেন, রামগড়ের জনসাধারণ নাকাপা পুলিশ ক্যাম্পের জন্য জায়গা দিয়েছেন। জনগণের সার্বিক সহায়তায় ‘শহীদ শরিফ ব্যারাক’ নির্মিত হয়েছে।

এর আগে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম-বিপিএম বজ্রপাতে নিহত পুলিশ কনস্টেবল শহীদ শরীফের নামে নামকরণ করা নব-নির্মিত ‘শহীদ শরীফ ব্যারাক’ এর উদ্বোধনী ফলক উন্মোচন করেন।

অনুষ্ঠানে বজ্রপাতে নিহত পুলিশ কনস্টেবল শহীদ শরীফের মা-বাবা, রামগড় উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আবদুর কাদের ও রামগড় উপজেলা কমিনিউটি পুলিশের সাধারন সম্পাদক মো: আব্দুর রহিমসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।