জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এবার যুক্ত হলো চাকমা ভাষা।বাংলাদেশ,ভারতসহ সারা বিশ্বে অন্তত ১০ থেকে ১৫ লাখ চাকমা ফেসবুক ব্যবহারকারী রয়েছে। বিপুল সংখ্যক এই জনগোষ্ঠী এবার তাদের নিজ ভাষায় ফেসবুক ব্যবহারের সুযোগ পেল।
ফেসবুকে চাকমা ভাষা ব্যবহার করতে হলে আগে ভাষাটি সেট করে নিতে হবে। এর জন্য প্রথমে ফেসবুকের টুলবার থেকে সেটিংস অপশন এ ক্লিক করতে হবে। এরপর সেটিংস পেজ ওপেন হওয়ার পর বাম পাশের মেনুবার থেকে ‘ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়ন’এ ক্লিক করতে হবে।
এর রিজিয়ন ফরমেট এর এডিট অপশনে ক্লিক করলে বাংলাদেশি হিসেবে দুটি ভাষা দেখাবে। একটি বাংলা,অন্যটি চাকমা। আগ্রহীদের চাকমা ভাষাটি সিলেক্ট করতে হবে। এর মাধ্যমে চাইলেই চাকমা ভাষায় যেকোনো পোস্ট, মন্তব্য শেয়ার করা যাবে অনায়াসে।
আপনার মন্তব্য sadek vai namaskar apnar pahar barta ti khub bhalo legeche. apnake anek anek dhannobad. apnar sukh shanti samriddhi hok.