এ সময় তিনি আরো বলেন, পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি কারো সাথে কখনো অন্যায় কিংবা বেঈমানী করেনি। বান্দরবানের মানুষের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করেছেন, বর্তমানেও করছেন, আর ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখবেন। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. শেখ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম বেবী, যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান, ক্যসা প্রু মার্মা, মোজাম্মেল হক বাহাদুর, অজিত কুমার দাশ, মহিলা আওয়ামী লীগ সভাপতি জহুরা বেগম বিশেষ অতিথি ছিলেন।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম মোহাম্মদ ইসমাইলের স্মৃতি চারণ করে বক্তব্য দেন তাঁতী লীগের সভাপতি মো. নাছির উদ্দিন। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্ভোধন করেন, বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম বেবী। সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাথোয়াইচিং মার্মা দলের সাংগঠনিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করে বক্তব্য রাখেন। শেষে ফাতেমা পারুলকে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও শ্যামলী বিশ্বাসকে সাধারণ সম্পাদক, ইনুচা মার্মাকে পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি ও আছমা বেগমকে সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন বান্দরবান জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জহুরা চৌধুরী।
দ্বিতীয়ার্ধে জেলা পরিষদ গেস্ট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত হয় উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। এতে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দলীয় কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে বাথোয়চিংকে সভাপতি ও জহিরুল ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষনা দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ক্য শৈ হ্লা।