মঙ্গলবার সকালে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ কর্মসূচি উদ্বোধন করেন, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙামাটি জেলা কমিটির সভাপতি মনসুর আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য অমিত চাকমা রাজু ও মনোয়ারা জসিম।
কর্মসূচীর প্রথম দিনে শিশুদের সঙ্গীত ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বুধবার ১৫মার্চ শিল্পকলা একাডেমী মিলনায়তনে কবিতা আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।