রোববার বেলা ১২টার সময় মাটিরাঙ্গার তবলছড়ি কদমতলী উচ্চ বিদ্যালয়ের ২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বড়নাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আলী আকবর এর সভাপতিত্বে বিদায় অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবদুল হক।

অনুষ্ঠানে তবলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আবদুল কাদের, তাইন্দং উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: রেজাউল করিম, অভিভাবক মো: আবুল কাশেম, ইউপি সদস্য মাওলানা আবদুল করিম, টিকে হাই স্কুলের সহকারী শিক্ষক লিটন কান্তি দত্ত প্রমুখ বক্তব্য রাখেন।
পরে তিনি বিদ্যালয়ের ২০১৬ সালের জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার প্রেরিত শুভেচ্ছা পত্র ও উপহার সামগ্রী তুলে দেন। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত মিলাদ মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন তবলছড়ি সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো: সাইফুল ইসলাম নিজামী।