বান্দরবানের নতুন ব্যান্ডদল “নির্বাক”

ব্যান্ডদল নির্বাক এর লগো
বান্দরবান পার্বত্য জেলায় নতুন ব্যান্ড দল হিসাবে আত্মপ্রকাশ করেছে “নির্বাক”। আজ বান্দরবান সরকারি কলেজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নির্বাক ব্যান্ডের লোগো উন্মোচন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি। এসময় তিনি নতুন এই ব্যান্ড দলের সফলতা কামনা করে ১ লক্ষ টাকা অনুদান প্রদান করেন। এসময় ব্যান্ড দলটির সদস্যরা উপস্থিত ছিলেন।
ব্যান্ড দলটির সূত্রে জানা গেছে, দলটিতে ভোকাল হিসাবে সরিত অপূর্ব চৌধুরী, সহকারী ভোকাল শরিফুল অপু, মিঠুন দে, প্রধান লিড গিটারিষ্ট রঞ্জয় দাশ, সহকারী গিটারিষ্ট সরন মজুমদার, ব্যাস গিটারিষ্ট সঞ্জয় দাশ, ড্রামে আছেন প্রশান্ত দেবনাথ।
নির্বাক ব্যান্ড দলের সদস্য রঞ্জয় দাশ পাহাড়বার্তাকে বলেন,বান্দরবানের মিউজিক এর ধারাকে পাল্টানো এবং বান্দরবানের মিউজিক এর সাথে নতুন মাত্রা’র যোগ করার উদ্দ্যেশ্য নিয়ে নির্বাক এর যাত্রা।

আরও পড়ুন