নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর শেখ জানান, আজ শনিবার দুপুরে চাকঢালা সীমান্তের ৪৩ নং পিলারের কাছে নো ম্যান্স ল্যান্ডে গরু আনতে গেলে সেখানে পুতে রাখা স্থলমাইন বিস্ফোরনে সে আহত হয়। এসময় তার দুই পা ক্ষতিগ্রস্থ হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করান। বদি উল আলম জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য বলে জানা গেছে।