বান্দরবানের লামা মাতামুহুরী ডিগ্রি কলেজ’র ৩০তম বার্ষিকী উৎসব উদযাপন করা হয়েছে। আজ শনিবার সকালে মাতামুহুরী কলেজ মাঠে আয়োজিত উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এতে বিশেষ অতিথি হিসেবে কক্সবাজার ১ আসনের সংসদ সদস্য হাজী মোঃ ইলিয়াছ, বান্দরবান সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল যুবায়ের সালেহীন,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, লামা মাতামুহুরী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলামসহ পদস্থ কর্মকর্তা ও কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। এসময় সবাই আনন্দে মাতোয়ারা হয়ে উৎসব পালন করেন।
অনুষ্ঠানের শুরুতে প্রথমে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ প্রাঙ্গনে এসে শেষ হয়। এরপর প্রধান অতিথি পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে এই উৎসবের উদ্বোধন করেন। এ সময় লামা মাতামুহুরী ডিগ্রি কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য একটি কলেজ বাস উপহার দেন প্রধান অতিথি এবং পরে কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সম্মাননা দেয়া হয়।
প্রসঙ্গত,বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার মাতামুহুরী ডিগ্রি কলেজটি প্রতিষ্টা করা হয় ১৯৮৬ সালে।
লামা মাতামুহুরী ডিগ্রি কলেজের ৩০তম বার্ষিকী উৎসবে প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি