বান্দরবানে আগামিতে ক্রীড়া কমপ্লেক্স গড়ে তোলা হবে,সেখানে হবে সব ইনডোর গেমস। এতে সবাই ক্রীড়া চর্চার সুযোগ পাবেন। জেলার ফুটবল খেলার হারানো গৌরব পুনরুদ্ধারে সবসময় ফুটবলারদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করে গতকাল সোমবার রাতে বান্দরবান ফুটবল খেলোয়াড় সমিতির দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্য শৈ হ্লা।
তিনি আরো বলেন, ফুটবল ছাড়াও কারাতে, বক্সিংসহ ইনডোর গেমগুলোকেও প্রশিক্ষনের আওতায় এনে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরির বিশেষ উদ্যোগ নেয়া হবে। তবে সংগঠক ও উদ্যোক্তারা এগিয়ে এলেই এসব সম্ভব বলেও মতামত ব্যক্ত করেন তিনি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি দিপ্তী কুমার বড়ুয়া, প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ডিএফএ সেক্রেটারী র্মহ্নৈচিং, ফুটবল খেলোয়াড় সমিতির সভাপতি মো. নাছির উদ্দীন,রেফারী সমিতির সভাপতি রুপন দত্ত, জেলা ক্রীড়া সংস্থার র্নিবাহী সদস্য হাবিবুর রহমান, সাফোচিং জুনুসহ ফুটবল খেলোয়াড় সমিতির সদস্য এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ক্রীড়া সংস্থার সহসভাপতি দিপ্তী কুমার বড়ুয়া, ডিএফএ সেক্রেটারী মংহ্নৈচিং,ফুটবল খেলোয়াড় সমিতির সভাপতি নাছির উদ্দীন, সহসভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক মং ওয়াইচিং।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, ফুটবলসহ সব খেলা মাঠে গড়ানোর ব্যবস্থা করা হবে। আপনারা আমার পাশে থাকবেন, তাহলে সব সম্ভব। ফুটবলারদের ঐক্যে আমি অত্যন্ত খুশি। অনুষ্ঠানে সম্প্রতি যুব গেমসে বক্সিংয়ে সোনা জেতা লিমা ত্রিপুরাকে আর্থিক সহযোগিতা দেন ক্যশৈহ্লা।
জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি দিপ্তী কুমার বড়ুয়া বলেন, ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনতে জেলায় লীগ চালুর কোন বিকল্প নাই। ফুটবল খেলোয়াড় সমিতির উদ্যোগে র্টুনামেন্ট চালুরও পরামর্শ দেন তিনি।
এসময় কারাতে ফেডারেশনের র্নিবাচনে সাধারণ সম্পাদক র্নিবাচিত হওয়ায় ফুটবল খেলোয়াড়দের পক্ষ থেকে ক্যশৈহ্লাকে শুভেচ্ছা ক্রেষ্ট প্রদান করা হয়।