
এসময় র্যালীতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয় । পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। বান্দরবান প্রবীন হিতৈষী সংঘের সভাপতি বাদশা মিয়ার সভাপত্বিতে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক । এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী , জেলা ম্যাজিষ্ট্রেট মফিদুল আলমসহ সরকারী বেসরকারী কর্মকর্তারা ছাড়াও স্থানীয় প্রবীণ ব্যক্তিরা এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্টানে প্রবীণদের উৎসাহ প্রদানের পাশাপাশি মমতাময়ী , মমতাময় ও শতায়ুদের সম্মাননা প্রদান করা হয় । এসময় আলোচনা সভায় বক্তারা বলেন,প্রবীণরা সমাজের বোঝা নয়, প্রবীনদের মধ্যে যোগ্যতা রয়েছে , প্রবীনদের জ্ঞান , দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামীর সুন্দর বাংলাদেশ নির্মান সম্ভব।