বান্দরবানে এনসিটিএফ এর বার্ষিক কর্মপরিকল্পনা ও সভা অনুষ্ঠিত

NewsDetails_01

বান্দরবানে এনসিটিএফ এর বার্ষিক কর্ম পরিকল্পনা ও সভা অনুষ্ঠিত
বান্দরবানে সেভ দ্যা চিলড্রেন্স ,প্ল্যান ইন্টারন্যাশনাল ও বাংলাদেশ শিশু একাডেমী বান্দরবানের সহযোগিতায় ন্যাশনাল চিলন্ড্রে‘স টাস্কফোর্স (এনসিটিএফ) বান্দরবান জেলা শাখার বার্ষিক কর্মপরিকল্পনা ও সাধারণ সভা ২০১৭ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বাংলাদেশ শিশু একাডেমী বান্দরবান জেলা শাখার মিলনায়তনে ন্যাশনাল চিলড্রেন্স টাস্কফোর্স (এনসিটিএফ)এর সহ-সভাপতি তামান্না আক্তারের সঞ্চালণায় (এনসিটিএফ) সভাপতি ইয়াছিনুল হাকিম চৌধুরীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, বিশেষ অতিথি সদর থানার ভারপ্রাপ্ত র্কমকর্তা রফিক উল্ল্যাহ্ ,প্রেস ক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ হাকিম চৌধুরী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শিলাদিত্য মুৎসুদ্দি, প্রয়াস শিশু কিশোর সংগঠনের সভাপতি এম.এ মোমেন চৌধুরী ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাছরাঙ্গা টেলিভিশনের বান্দরবান প্রতিনিধি কৌশিক দাশ, মোহনা টেলিভিশনের বান্দরবান প্রতিনিধি রাহুল বড়ুয়া ছোটন, এনসিটিএফ এর জেলা ভলান্টিয়ার আবু বক্কর সিদ্দীক পারভেজসহ জেলা এনসিটিএফ কমিটির নির্বাহী, সাধারণ সদস্য (দুস্থ শিশু,আদিবাসী শিশু, প্রতিবন্ধী শিশু ,অনাথ শিশু) ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা ।
আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন“ বান্দরবানে এনসিটিএফ এর এ ধরনের কার্যক্রমকে আমি স্বাগত জানাই কারণ বর্তমান সরকার শিশুর সুরক্ষার জন্য নানা কর্মসূচি পরিকল্পনা প্রণয়ন করে আসছে এবং বিভিন্ন এনজিও সংস্থার মাধ্যমে বিভিন্ন প্রকল্প চালু করেছে।
বিশেষ অতিথির বক্তব্যে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন“ বান্দরবানে ইভটিজিং, শিশু বিবাহসহ শিশুদের প্রতিটি কাজে সদর থানার সার্বিক সহযোগিতা ও আশ্বাস প্রদান করেন।
আলোচনা সভাশেষে সভাপতি , শিশু সাংবাদিক ,শিশু গবেষককে সাথে নিয়ে অতিথিদের সামনে বান্দরবান জেলা এনসিটিএফ এর বার্ষিক কর্ম পরিকল্পনা ও সাধারণ সভা ২০১৭ এর পরিকল্পনা উপস্থাপন করেন । এবারে এনসিটিএফ এর বার্ষিক কর্মপরিকল্পনায় স্থান পেয়েছে ,বান্দরবানে প্রতিটা ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন শিশুবিবাহ প্রতিরোধে বিশেষ পদক্ষেপ, হাসপাতাল পরিদর্শন, গরিব ও মেধাবী শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, বিদ্যালয়ের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা,শিশু অধিকার মনিটরিং ,মাদক ও ইভটিজিং প্রতিরোধ বিষয়ক পথসভা ও প্রচারণাসহ শিশু সুরক্ষার জন্য নানামুখি কার্যক্রম ।

আরও পড়ুন