
রবিবার সকালে হোটেল স্বর্ণ শিলা কনফারেন্স হল রুমে জেলা মহিলা বিষয়ক র্কমকর্তা সুম্মিতা খীসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( ভারপ্রাপ্ত জেলা প্রশাসক) হারুন অর রশীদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জেন উদয় শংকর চাকমা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক সাইফুদ্দীনসহ বান্দরবান রাঙ্গামাটি,খাগড়াছড়ি জেলার জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা,যুব উন্নয়ন কর্মকর্তা ও এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন বর্তমান আমাদের সমাজে শিশু কিশোরদের নানামূখী সুবিধা অসুবিধা সর্ম্পকে তাদের সঠিক ধারাণা দিয়ে কিশোরীদের সমস্যা সমাধানের জন্য আমাদের এগিয়ে আসতে হবে। তাহলে সুন্দর ও সুস্থ জীবনে বেড়ে উঠবে আগামীর শিশু কিশোর।