বান্দরবানে পাথরবোঝাই ট্রাকের চাপায় কৃষ্ণা রাণী দে (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। কৃষ্ণা রাণী শহরের রোয়াংছড়ি বাস স্টেশন এলাকার মুদি ব্যবসায়ী বাবুল কান্তি দের স্ত্রী ।রোববার সকালে শহরের হিলভিউ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কৃষ্ণা রাণী দে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পাথরবোঝাই ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার জানান, ট্রাকটি জব্দ করলেও চালক আগেই পালিয়ে গেছে
1 মন্তব্য
কিছু বলার নেই।এতো মানব বন্ধন করার পরেও পাথর উত্তোলন বন্ধ করা সম্ভব হচ্ছেনা একমাত্র অসথ অমানুষ কুত্তাদের জন্য।সঠিক তদন্ত করে অপরাধীর উপযুক্ত শাস্তি কামনা করছি।পাহাড়ের প্রাকৃতিক সম্পদ ধংস্বকারীকে জনগণের সন্মুক্ষে আনা হোক।