বান্দরবানে তিন দিনব্যাপী বই মেলার উদ্বোধন

NewsDetails_01

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বান্দরবানে তিনদিন ব্যাপী বই মেলা শুরু হয়েছে।

সোমবার বিকালে বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে মেলার শুভ উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এই মেলার আয়োজন করেছে । মেলা চলবে ২৭শে ফেব্রুয়ারি পর্যন্ত ।

NewsDetails_03

মেলার উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত আলোচন সভায় সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সিং ইয়ং ম্রো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শিলাদ্দিত্য মুৎসুদ্দি, জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈন উদ্দিন মিলকি, পার্বত্য জেলা পরিষদের সদস্য ফাতেমা পারুল, সদস্য ক্যনে ওয়ান চাক।

আলোচনা সভার পর বান্দরবান জেলার কবিদের লেখা ১৮টি বইয়ের মোড়ক উন্মোচন করেন । পরে আগত অতিথিরা বইয়ের বিভিন্ন স্টল ঘুড়ে দেখেন । মেলার ৩৫টি স্টল অংশ নিয়েছে ।

আরও পড়ুন