বান্দরবানে দুইদিনব্যাপী ই-ফাইল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ বুধবার সকালে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও এটুআই প্রোগামের আওতায় এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো.মুফিদুল আলম। এসময় জেলা ও উপজেলার বিভিন্ন সরকারী বেসরকারী কর্মকর্তারা উপস্থিত থেকে এই প্রশিক্ষণে অংশ নেয়। বৃহস্পতিবার এই ই-ফাইল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হবে।