বান্দরবানে নবনির্বাচিত পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বান্দরবান পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেলে বান্দরবান শহর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এর আয়োজনে বান্দরবান বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বান্দরবান শহর আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মো : সামশুল ইসলাম এর সঞ্চালনায় সভাপতি অমল কান্তি দাশের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ক্য শৈ হ্লা ।

এসময় সংবর্ধনা অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাজল কান্তি দাশ, একে এম জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, বান্দরবান পৌরসভার নবনির্বাচিত মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর অজিত কান্তি দাশ, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ওমর ফারুক, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মং মং সিং মারমা, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ দাশ শেখর, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ হারুন সরদার, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সেলিম রেজা , ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর দীপিকা রানী তঞ্চঙ্গ্যা, ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর এমেচিং মারমা আর ৭,৮,৯ নং ওয়াডের্র মহিলা কাউন্সিলর শাহানা আক্তার শানুসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলে, আগামী ৫ বছর এলাকার উন্নয়নে কাজ করতে হবে। জনগণের সুখে দু:খে পাশে থাকতে হবে। নিজ নিজ এলাকায় উন্নত সেবা দেওয়ার জন্য প্রত্যেককে কাজ করতে হবে।

এদিকে এর আগে সকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বান্দরবানের পৌরসভার মেয়র ও কাউন্সিলরা শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ (এনডিসি)।

প্রসঙ্গত ,গত ১৪ ফেব্রুয়ারি বান্দরবান পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয় । এতে ৯টি ওয়ার্ডের মেয়র পদে ৫জন, কাউন্সিলর পদে ২৯ জন, মহিলা কাউন্সিলর পদে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করে। নির্বাচনে আওয়ামীলীগের মেয়র প্রার্থী মোহাম্মদ ইসলাম বেবী নৌকা প্রতীক নিয়ে ৯ হাজার ৫৬১ভোট পেয়ে ২য় বারের মত বান্দরবান পৌরসভার মেয়র নির্বাচিত হয়।

আরও পড়ুন